Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে স্বাগত। এই অফিসটির অবস্থান গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বাজারের উত্তর পার্শে মেইন রোড সংলগ্ন  ঢাকা-ময়মনসিংহ রোড । এই সেবা কেন্দ্রটি গৌড়দ্বার ইউনিয়নের জনসাধারণের চিকিৎসা সেবা প্রদানের অন্যতম কেন্দ্রবিন্দু।  উক্ত স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসকগন অবস্থান করে নিয়মিত জনসাধারনকে সেবা প্রদান করে থাকেণ। সেবা নিন ভাল থাকুন।

 

উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত নারী-পুরম্নষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

 

* ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

* হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং

আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।

* জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ পরীÿার জন্য কফ কালেকশন

করা হয় এবং যক্ষ্মা কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ কর হয়।

* শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় পতিষেধক টিকা দেয়া হয়

* উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিÿা দেয়া হয়

*উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সÿম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার

পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।

* প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়

* আগত রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনগণ স্বাস্থ্য সেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য

সংশ্লিট চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

* উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টিগোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।

নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে

* সরবরাহ সাপেক্ষে ঔষধ সমূহ সেবাকেন্দ্র হতে বিনা মূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে

কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে।

* বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রাদনকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা

টানানো আছে।

* সেবা গ্রহীতার কর্তৃব্য-

সেবা প্রদানকারীগণ সেবা গ্রহীতার নিকট হতে সৌজন্য মূলক আচরণ প্রাপ্তির অধিকার রাখে